প্রকাশিত: ১৫/০৪/২০২০ ৩:৫৮ পিএম , আপডেট: ১৫/০৪/২০২০ ৪:১৬ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চলাচল নিয়ন্ত্রণে আদেশ জারি করেছে সরকার। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে। সাধারণ নাগরিকদের ঘরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এবার মোটরসাইকেল নিয়ে অহেতুক চলাফেরা করাদের জন্য ভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করল কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ ঘোষণা দিয়েছে, আজ বুধবার থেকে যারা বিনা প্রয়োজ‌নে মোটরসাই‌কেল নি‌য়ে ঘোরাফেরা করবেন তাদেরকে পুলিশের সঙ্গে আট ঘণ্টা ডিউটি করতে হবে। আর এ ডিউটি বাজারে জনগণের চলাচল নিয়ন্ত্রণে করতে হবে।

এর আগে গতকাল মঙ্গলবার ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামক ফেসবুক পে‌জে পোস্ট দি‌য়ে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’

জানতে চাইলে কুড়িগ্রামের পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান ব‌লেন, ‘ক‌রোনা মোকা‌বিলায় জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ কর‌ছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আস‌তে নি‌ষেধ কর‌লেও অনেকে তা মান‌ছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল জব্দ করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব্যবস্থা নেওয়া হ‌বে যাতে মানুষ যেন ঝুঁকি নি‌য়ে বাইরে না আসে।’

পাঠকের মতামত

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...