
শ.ম.গফুর,উখিয়া::
উখিয়ার পার্শবতী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের এক সময়ের ইনচার্জ সদ্য বদলীর আদেশ প্রাপ্ত টু-ইনচার্জ উপ পরিদর্শক মো: এরশাদ উল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করেছে পুলিশ।২৮ ফেব্রুয়ারী বিকেলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর সভাপতিত্বে, এসআই মোবারক হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।এসময় বিদায়ী চৌকষ পুলিশ কর্মকর্তা মো: এরশাদ উল্লাহ আবেগতাড়িত কন্ঠে বলেন”বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে” আজকের বিদায় মুহুর্তেই ঘুমধুমবাসী আমার চোখের আড়াল হলেও মনের আড়াল কোন দিন হবেনা।ঘুমধুমের আপামর জনতার সাথে সমন্ধয় করে আইনশৃঙ্খলা উন্নতিতে কাজ করেছি।মাদক,চোরাচালান,অপরাধ কর্মকান্ডে নিমজ্জিত ছিল ঘুমধুম।স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক সংগঠনের নেতা, সুশীল সমাজ নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতায় ঘুমধুমে আশানুরুপ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে পেরে ঘুমধুমবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেনন এবং ঘুমধুম কে নিজের গ্রাম মনে করতেন তা জানান।সভাপতির বক্তব্যে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ওসি( তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেছেন,বিদায় অনুষ্ঠান কোন ব্যক্তির পেশাগত কাজের মুল্যায়ন।যে কয়েক মাস এসআই এরশাদ উল্লাহর কে নিয়ে সরকারের দায়ীত্ব ও কর্তব্য পালনে সৎ সাহসিকতার পরিচয় পেয়েছি।এরশাদ পুলিশ বাহিনীর গর্ব।তাহাকে নিয়ে পুলিশের ভার্বমুতি উজ্জ্বল হয়েছে।সীমান্ত এলাকায় এমন পুলিশ অফিসারের প্রয়োজনীয়তা অনুভব করছি।কিন্তু ডিপার্টমেন্টের সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন রাখা সম্ভব নয়।তাই সরকারের সিদ্ধান্তক্রমে যেখানে বদলী সেখানেই দায়ীত্ব পালন করতে হবে।এরশাদের জন্য আগামীর দিন শুভক্ষণ হউক এটাই কামনা করি।এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,সাংবাদিক শ.ম.গফুর(জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি, সাঙ্গু,ইনানী ও উখিয়া নিউজ), পরিবহন শ্রমিকনেতা ঝুলন কান্তি দে,এস আই এনামুল হক,এসআই আলমগীর কবির,এস আই জসিম উদ্দিন,এ এস আই সজীব বড়ুয়া, এএস আই জমির উদ্দিন প্রমুখ।আরো বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশের অফিসার, কনষ্টেবল ও স্থানীয় নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।বক্তারা এসআই এরশাদ উল্লাহর দায়ীত্ব কালীন সময়ের সততা,নিষ্ঠা,দেশপ্রেমের ভুয়শী প্রসংশা করে ইনচার্জ ইমন কান্তি চৌধুরী সহ উপস্থিত সকলেই আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেংগে পড়েন।এরশাদ আমাদের স্নৃতি পাতায় ভেসে বেড়াবে বলে প্রত্যায় ব্যক্ত করেন।পরে বিদায়ী এস আই এরশাদ কে ঘুমধুম পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে সংবর্ধিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এর স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের পক্ষ পুষ্পমাল্য দিয়ে সম্মান জানানো হয়।
পাঠকের মতামত