
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেছেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বৈধ ব্যবসার উপায় বের করা হবে, যাতে লাখো তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে তরুণ ও ত্যাগীদের নিয়ে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাত আরও শক্তিশালী করতে হবে, ধানের শীর্ষের বিজয়ী নিশ্চিত করা হবে।’
আজ মঙ্গলবার বিকেলে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ বলেন, ‘তারেক রহমানের ডাকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সীমান্তের মানুষ জেগেছি। তবে বিভিন্ন অজুহাতে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে, তা সাধারণ জনগণ মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষ তরুণ নেতৃত্ব চাই। যুব সমাজ-তরুণ ও ত্যাগীদের নিয়ে ধানের শীর্ষের বিজয়ী নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি বিএনপি ক্ষমতা গেলে টেকনাফ সীমান্তে দীর্ঘদিন বন্ধ থাকা স্থলবন্দরসহ সকল বৈধ ব্যবসার পথ খুলে দেওয়া হবে। এতে সীমান্তের লাখো তরুণ কর্মসংস্থানের সুযোগ পাবে।’
সমাবেশে বিএনপি নেতা সুলতান আহমদ আহমেদ বলেন, ‘সীমান্তে ৪৭ বছর ধরে একটি পরিবার ত্রাস সৃষ্টি করছে। জনগণ তাদের গ্রহণ করবে না। এবার সীমান্তের মানুষ নতুন নেতৃত্ব বেছে নেবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন- যুব নেতা জিয়াউর রহমান জিহাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, গিয়াস উদ্দিন, ফারুক শরীফ, পৌর যুব নেতা মোহাম্মদ আমিন প্রমুখ।

পাঠকের মতামত