প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৭:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ এএম

বার্তা পরিবেশক::
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম পাড়ায় এক জামাত নেতার নেতৃত্বে রোহিঙ্গা শ্রমিকের হামলায় স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আহত যুবক বালুখালী পশ্চিম পাড়ার আব্দুল গফুরের পুত্র নুরুল আবসার(২৫)। সে প্রতিদিনের মত সিএনজি অটোরিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে ২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এই হামলার শিকার হয়।আহতের পরিবার সুত্রে জানা গেছে, ওই রাতে( সোমবার) পশ্চিম পাড়ার মৃত সহর আলীর পুত্র সাবেক মেম্বার জামায়াত নেতা গফুর উল্লাহ’র পশ্চিম পাড়াস্থ পানি চলাচলের নালায় মাটি ভরাটের কাজ করছিল ২০/২২ জন রোহিঙ্গা শ্রমিক।নালার পাশ দিয়ে বাড়ি ফিরছিলো নুরুল আবসার।রোহিঙ্গা শ্রমিকরা নালায় মাটি নিক্ষেপ করলে নালায় থাকা পায়খানা ছুড়ে নুরুল আবসারের গাঁয়ে পরে পুরো শরীরে দুর্গন্ধে ভরে যায়।এ নিয়ে রোহিঙ্গা শ্রমিকদের সাথে বাক- বিতন্ডায় জড়িয়ে পড়ে নুরুল আবসার।এক পর্যায়ে রোহিঙ্গা শ্রমিকরা নির্মানাধীণ মার্কেটের মালিক গফুর উল্লাহ ঘটনাস্থলে পৌছতেই বলে ওঠে “আগে ধুনি দে” এই বাক্য বলার সাথে- সাথে ২০/২২ জন রোহিঙ্গা শ্রমিকরা
নুরুল আবসারকে কিল,লাথি,ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে নীলা ফোলা জখম করে।আহত নুরুল আবসারের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে
দেখে নুরুল আবসার প্রান বাচাঁতে পালিয়ে রক্ষা পেলেও শরীর থেতলে গেছে।গুরুতর
জখমী নুরুল আবসার কে উদ্ধার করে উখিয়া থানায় দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে আহতের পরিবার জানিয়েছেন।উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও
পালংখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য নুরুল আবসার চৌধুরী জানান,জামায়াত নেতা মৌলবী গফুর উল্লাহর নেতৃত্বে নিরীহ সিএনজি চালক নুরুল আবসার নামক এক যুবককে রোহিঙ্গারা ব্যাপক মারধর
করে রক্তাক্ত জখম করেছে শুনেছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আবুল খায়ের জানান,আহত যুবক কে থানায় দেখিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।এখনো পর্যন্ত কোব অভিযোগ পায়নি,পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত গফুর উল্লাহ’র সাথে মোবাইল ফোনে বক্তব্য নেওয়ার চেষ্ঠা করে,সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য জামায়াত নেতা গফুর উল্লাহ প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করে সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে রোহিঙ্গাদের ভাড়া দিয়েছে।এসব রোহিঙ্গাদের সাথে গভীর রাতে রহস্যজনক বৈঠক করে চলছে উক্ত জামায়াত নেতা।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...