প্রকাশিত: ২৩/০২/২০১৭ ৯:২০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
‘আমি মোহাম্মদ সম্রাট! পৃথিবীতে মা-বাবা থাকতেও তাদের আদর এই হতভাগার ভাগ্যে জুটেনি। আমার বয়স যখন ৫ থেকে ৬ বছর, তখন কিছু পাচারকারি আমাকে ভারতের কলকাতায় পাচার করে দেয়। তবে জানতে পারি, তখনকার সময় আমার বাবা কক্সবাজার জেলার অন্যতম সম্ভান্ত পরিবারের সন্তান ছিলেন। যখন পাচার করা হয় তখন আমার বয়স কম হওয়ায় তেমন কিছু মনে নেই। বাবা-মাকে, তাদের নাম কি তখনও জানা ছিল না। তবে আমার একটা বোন ছিল। মা একটু লম্বা মোটাতাজা ছিলেন, শুধু এতটুকইু মনে রাখতে পেরেছি।
‘ভারতের কলকাতার কালিদাশ থানার দূর্গা মন্দির ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মুজাহিদ ছৈয়দের কাছে পাচারকারিরা আমাকে বিক্রি করে দেয়। এই মানুষটি অত্যন্ত ভাল মনের। তার কোন সন্তান না থাকায় আমাকে আদর যত্মের মাধ্যমে বড় করেন। কলকাতা জেলার দূর্গা মন্দির হাই স্কুলে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। শৈশবকাল থেকে কলকাতায় বড় হই। সেখানেই এক প্রতিবেশির মাধ্যমে জানতে পারি, আমি বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। ১০-১২ বছর আগে পাচার চক্রের হাতে পড়ে পাচার হয়ে কলকাতায় আসি। শুনেছি, আমার নাকি বাবা-মা কক্সবাজার জেলার জমিদার হওয়ায় আমার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশিরা পাচার করে দিয়েছিল। তৎমধ্যে আমার চাচা নাকি এই পাচারের সাথে জড়িত ছিল।
এভাবেই নিজের দূর্ভাগা জীবনের গল্প তুলে ধরেন শিশুকালে পাচার হয়ে শিশু মোহাম্মদ সম্রাট, যিনি এখন শিশুকাল ও কৈশোর পেরিয়ে যুবক।
তিনি জানান, ওই সব তথ্য জানার পর তার প্রকৃত বাবা-মাকে ফিরে পেতে মরিয়া উঠেন। তাই তিনি কলকাতা থেকে বাংলাদেশে বেড়াতে আসার নাম করে চলে এসেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এসে ১৭ দিন পার হলেও আমার বাবা মাকে খুঁজে পাইনি।
নিজেকে হারিয়ে ফেরা এই যুবক বলেই চলেন, ‘আমি চট্টগ্রামের আদালতে গিয়ে এক ম্যাজিষ্ট্রেটের কাছে ১০-১২ বছর আগে কক্সবাজার জেলার হারিয়ে যাওয়ার শিশুদের তালিকা খোঁজার চেষ্টা করি। কিন্তু ওই ম্যাজিষ্ট্রেট পরামর্শ দেন, ‘তুমি যেহেতু তোমার বাবা-মার নাম জান না, তাই তুমি কক্সবাজার গিয়ে খোঁজ নিলে ভাল হবে।
মোহাম্মদ সম্রাট এখন বাবা-মায়ের খোঁজে এখন কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে অবস্থান করছেন। ওখানেই এই প্রতিবেদকের সাথে কথা হয় তার।
তিনি মনে করেন, এই প্রতিবেদন প্রকাশের পর হয়তো বাবা-মাকে খুঁজে বের করতে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেতে পারেন। তিনি প্রয়োজনে ০১৮৩৮৩৬৯৯০৮ নাম্বারে যোগাযোগ করার জন্য করার অনুরোধ জানান।
সূত্র: দৈনিক অাজকের দেশবিদেশ

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...