প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০১ পিএম

বলিউড পরিচালক ও অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। বলিউডে হাতেখড়ি হয়েছিল ‘শামিতাভ’ দিয়ে। সম্প্রতি তামিল ছবিতে অভিনয় শুরু করেছেন। বলিউডে গুঞ্জন উঠেছে অক্ষরা নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষরা জানিয়েছিলেন, তিনি নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। যদিও একটা সময় নিজেকে নাস্তিক বলতেই পছন্দ করতেন তিনি। অক্ষরার এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল জোর আলোচনা। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই মন্তব্য থেকেই সরে এলেন কমল-কন্যা।

গতকালই মেয়েকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন তামিল ‘বিগ বস’-এর সঞ্চালক কমল। তাতে লেখেন, ‘তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করেছ? যদি তা করেও থাক, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মতো ধর্মকেও কোনও শর্তে বেঁধে রাখা যায় না। জীবনকে উপভোগ করো। লভ— ইওর বাপু’।

এর উত্তরও দিয়েছেন অক্ষরা। আর সেই টুইটেই নায়িকা জানিয়েছেন, ধর্ম পরিবর্তন করেননি তিনি, এখনও নাস্তিকই রয়েছেন। তবে বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...