প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ৭:৫৫ এএম

নিউজ ডেস্ক::
জাতিসংঘে দেয়া ভাষণে মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিন্ট শোয়ে বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারের কাছে ফেরত দিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন পোস্ট।

টিন্ট শোয়ে বলেন এ পর্যন্ত আমরা বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ৩টি চুক্তি করেছি। তবু দেশটি রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গা বিরোধী সামরিক অভিযানে গণহত্যার উপাদান রয়েছে দাবি করে জাতিসংঘের দেয়া রিপোর্টেরও সমালোচনা করেন মিয়ানমারের এই মন্ত্রী। তিনি বলেন, প্রতিবেদনটি শোনা কথার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এতে কোন প্রমাণ নেই।

এর আগে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ‘মিয়ানমার চুক্তি করলেও তা বাস্তবায়ন না করে কালক্ষেপণের কৌশল নিয়েছে’

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...