প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ৩:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যের রাজধানী এবং চীন, মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর সাথে দেশের বাকি এলাকাগুলোর রেল সংযোগ স্থাপনের জন্য ৪০ হাজার কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে।

আগামী দুই বছরের মধ্যে মনিপুর, মিজোরাম, মেঘালয়, সিকিম এবং নাগাল্যান্ডের রাজধানীর সাথে রেল সংযোগ স্থাপন করতে চায় জাতীয় ট্রান্সপোর্টার। এই প্রকল্পের মধ্যে রয়েছে ১৫০০ কিলোমিটারের বেশি রেললাইন স্থাপন এবং বেশ কিছু চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিং প্রকল্প যেমন ভারতের দীর্ঘতম ডাবল ডেকার রেল ও রোড ব্রিজ নির্মাণ, দেশের অন্যতম দীর্ঘতম টানেল নির্মাণ এবং বিশ্বের উচ্চতম পিলার-ভিত্তিক রেল ব্রিজ নির্মাণ।

উত্তরপূর্ব এলাকার সীমান্ত এলাকার এই রেললাইনের মধ্য দিয়ে আগামীতে মিয়ানমার ও বাংলাদেশের সাথে রেল সংযোগ স্থাপন করবে ভারত। রেলওয়ে বিভাগ অরুণাচল প্রদেশে ১৮০ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে নির্মাণের পরিকল্পনাও নিয়েছে যেটার মাধ্যমে চীন সীমান্তবর্তী তাওয়াং পর্যন্ত সংযোগ তৈরি হবে। মনিপুর থেকে মিয়ানমার সীমান্তবর্তী মোরেহ পর্যন্ত আরেকটি রেললাইনেরও পরিকল্পনা নেয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাথে ত্রিপুরার আগরতলার সংযোগের জন্য একটি রেললাইনের কাজ বর্তমানে চলমান রয়েছে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েরে এক সিনিয়র কর্মকর্তা বলেন, “এই লাইনগুলো উত্তর পূর্বাঞ্চলীয় সবগুলো রাজধানীর সাথে গোয়াহাটির বর্তমান নেটওয়ার্ককে যুক্ত করবে। এটা স্থাপিত হলে উত্তরপূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে যাতায়াতের সময় উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে”। তিনি বলেন, “এছাড়া কিছু কৌশলগত রেললাইনও রয়েছে, যেগুলো প্রতিরক্ষা বাহিনীকে সাহায্য করবে”।

আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার মধ্যে রেল যোগাযোগ রয়েছে। কিন্তু মেঘালয়, মনিপুর, মিজোরাম, সিকিম এবং নাগাল্যান্ডের রাজধানীর সাথে রেল যোগাযোগ নেই। এছাড়া আসাম সীমান্তের কাছে মনিপুরের জিরিবাম থেকে মনিপুরের ইমফালের মধ্যে ১১১ কিলোমিটার রেললাইন নির্মাণের পরিকল্পনাও নেয়া হয়েছে। কর্মকর্তারা জানান, “ইমফালের মধ্য দিয়ে আমরা মিয়ানমার সীমান্তের মোরেহের কাছে পৌঁছতে পারবো। এই রেললাইনের গ্রহণযোগ্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে”।

রেল বোর্ডের মুখপাত্র ভেদ প্রকাশ বলেন, “একইসাথে, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের রাজধানীর সাথে রেললাইন নির্মাণের কাজও চলছে। এই রেললাইনগুলো মূলত গোয়াহাটির সাথে যুক্ত হবে। ২০২০ সাল নাগাদ এগুলোর কাজ শেষ হবে”।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...