প্রকাশিত: ০১/০৮/২০১৭ ৮:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫২ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর বাঁকখালী নদীর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে গিয়ে-নিখোঁজ হওয়া দুই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার (১ আগষ্ট) রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধারে, আলো জ্বালিয়ে তৎপরতা পরিচালনা করছে ডুবুরি দল।
সোমবার (৩১জুলাই) বিকেল ৩টায় নাপিতেরচর গ্রামের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯) নিখোঁজ হন। রোজিনা ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এদিকে নিখোঁজ হওয়া দুই ছাত্রীর বাবা-মাকে সান্তনা দিতে ঘটনাস্থলে ছুটে যান-রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উদ্ধার তৎপরতা তদারকি করেন। এসময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নদীর দুপাড়ে ছিলো হাজারো উৎসুক নারী-পুরুষের ঢল।
নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে উপজেলা চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টায়- দুই শিশুর সন্ধানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সাত থেকে আটজন সদস্য এবং চট্টগ্রাম ও রাঙ্গামাটি থেকে আসা চার ডুবুরি তৎপরতা চালাচ্ছেন।
ডুবুরি দলের অধিনায়ক জমির উদ্দিন বলেন, নদীতে অনেক ¯্রােত রয়েছে। যে স্থানে শিশু দুটি নিখোঁজ হয়েছে-তা অনেক গভীর। এ জন্য তাদের খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধান বের করতে-দেশ সেরা ডুবুরি সাইফুলকে আনা হয়েছে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের চেষ্টায়। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...