উখিয়া নিউজ ডেস্ক::
বরিশাল নগরী থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আজ সোমবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উখায়িা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মো. ইয়াসিন (৩০), তারা বাবা মো. সোলায়মান ও মার নাম হামিদা বেগম। অপরজন হলেন মো. হামেদ আলী(২৫)। তার বাবার নাম মো. দুদু মিয়া এবং মা লায়লা বেগম। তাদের বাড়ি মায়ানমারের বুচিং ডং এলাকায়।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, বিকেলে দুইজনকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বাসস্টান্ড থেকে তাদেরকে আটক করে।
আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশকে জানান, উখিয়া ক্যাম্প থেকে মাছ শিকারের জন্য একটি মাছধরার ট্রলারে করে বঙ্গোপসাগরে গিয়েছিলেন। গতরাতে ওই ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছালে সেখান থেকে তারা পুনরায় উখিয়া ক্যাম্পে ফেরার জন্য বাসযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন।
ওসি আরো জানান, আটক দুইজন বিমান বন্দর থানার পুলিশ হেফজতে রয়েছেন।
পাশাপাশি উখিয়া থানায় এ দুইজনকে পাঠানো প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যে ওই থানার ওসি সঙ্গে কথা হয়েছে। তারা আটক দুইজনকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করবে।