
বিশেষ প্রতিনিধি ::
দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর আজ শুত্রুবার শেষ হচ্ছে। নির্বাচনের বছর শুরু হচ্ছে। এরি মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্টানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। (কক্সবাজার ৪) উখিয়া টেকনাফ আসনে নির্বাচনী সুবাতাস বইতে শুরু করেছে। জাতীয় নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এ আসনের দুই চির প্রতিদ্বন্দ্বি যে যার সাধ্যমত অভিনব কৌশলের মাধ্যমে নেতাকর্মীদের আয়াত্বে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক বিভিন্ন জরিপে ভোটের মাঠে আব্দুর রহমান বদি অনেক এগিয়ে রয়েছে বলে মনে করেছেন নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ। তারপর ও বয়োজ্যেষ্ঠ সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী শেষবারের মতো আরেকবার এমপি হওয়ার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন,শুরু করে দিয়েছেন গন সংযোগ। বাকীটা সৃষ্টিকর্তার অশেষ রহমতের উপর নির্ভর করছে। কে হচ্ছেন কক্সবাজার ৪ আসনের কিংবদন্তীর নায়ক,তা নিয়ে জনমনে জল্পনা কল্পনার শেষ নেই।
এ ব্যাপারে জানতে চাইলে দানশীল ব্যাক্তি হিসেবে পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী আব্দুর রহমান বদি সাংবাদিকদের জানান,উখিয়া টেকনাফে সড়ক উপসড়ক,স্কুল,কলেজ,ব্রীজ কালর্ভাট,সেতু,হত দরিদ্রদের মাঝে ব্যক্তিগত অনুদান, সাইক্লোন সেন্টার, ফায়ার ষ্টেশন,জনকল্যাণ মুখি উন্নয়ন যেমন,র্যাবার ড্যাম,গ্রামীন জনমনে কার্পেটিং সড়ক,প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিস্কুট, অর্থাভাবে বিনা চিকাৎসায় শয্যাশায়ী রোগী দের আর্থিক অনুদান, যৌতুকের কারনে বিয়ে হচ্ছেনা এমন পরিবারের বিয়ের ব্যবস্থা,টেকনাফবাসীর দুঃখ শাহপরীর দ্বিপ বেড়িবাঁধের উন্নয়ন (চলমান) সর্বোপরি মেরিন ড্রাইভ উন্নয়নে অনন্য ভুমিকা,মসজিদ, মন্দির, কবরস্থান, শ্বসান সহ প্রায় কয়েকশ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন,বর্তমান ১০ লাখ রোহিঙ্গা নিয়ন্ত্রণ ও তাদের প্রত্যাবর্তন করতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে, সে কারনে তিনি সাধারণ জনগণের কাতারে সামিল হতে না পেরে আন্তরিক ভাবে দুঃখিত। তিনি সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী সহ তৃণমুলের সাধারণ ভোটারদের দোয়া কামনা করেছেন। যেন সুস্থ থেকে জনগনের খেদমত করার সুযোগ পান। এদিকে একাধিকার নির্বাচিত সাংসদ ও সাবেক হুইপ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী একজন সরলমনা রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত। তিনিও আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে শেষবারের মতো এমপি নির্বাচিত হওয়ার জন্য কোমর বেধে মাঠে নেমেছেন। এ লক্ষ্যে দু,উপজেলার দলীয় কর্মকান্ড প্রায় গুছিয়ে এনেছেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার আস্বস্ত করে বলেন,দল নির্বাচন করলে তিনি অবশ্যই নির্বাচন করবেন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিকতার সাথে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করার আহবান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই তিনি জয়ী হবেন।
পাঠকের মতামত