প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বঙ্গভবনে যাওয়ার ডাক পেয়েছেন আরো তিনজন।

এঁরা হলেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন।

এর আগে বিকেলে নারায়ণ চন্দ্র চন্দ এনটিভি অনলাইনকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কাল তাঁকে বঙ্গভবনে যেতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে মন্ত্রিপরিষদে কোনো রদবদল বা নতুন দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটবে আগামীকাল। বিভিন্ন গণমাধ্যমে অবশ্য এই প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আইটি বিশেষজ্ঞকে মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ

রাজধানী‌র ধোলাইখা‌লে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এ‌নে‌ছে ফায়ার সা‌র্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের ...

‘বাংলাদেশ-মিয়ানমার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ...