প্রকাশিত: ১০/০৭/২০১৮ ৮:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৬ এএম

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফেসবুক অ্যাপে ‘ফেসবুক মার্কেটপ্লেস’ সহ বেশ কয়েকটি ফিচার এনে চমক দিয়েছিল এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির সংস্থার কতৃপক্ষ। এবার গ্রাহকদের সুবিধার্থে আরও একটি নতুন ফিচার এনে চমক দিল ফেসবুক।
সম্প্রতি ফেসবুক অ্যাপে ‘মোবাইল রিচার্জ’ বলে একটি নতুন অপশন যোগ হয়েছে।

ফেসবুকের মাধ্যমে যেভাবে করবেন মোবাইল রিচার্জ: ফেসবুক অ্যাপটি প্রথমে খুলতে হবে। তার পর ফেসবুক হোমপেজের উপরে একেবারে ডানদিকে নোটিফিকেশন আইকনের পাশের আইকনটিতে ক্লিক করতে হবে। তার মধ্যেই ‘মোবাইল রিচার্জ’ বলে একটি অপশন থাকবে। ফেসবুক অ্যাপটি আপডেট করলেই এই রিচার্জ অপশনটি পাওয়া যাবে।

জানা গিয়েছে, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে রিচার্জ করা যাবে। প্রত্যেকটি মোবাইল কোম্পানির নাম থাকবে অপশনে। সেখানেই বিভিন্ন দামের প্ল্যানে রিচার্জ করা যাবে। সূত্র : বাংলাদেশ জার্নাল

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...