প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৯:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৭ এএম

মোবাইলের মাধ্যমে প্রবাসীর সাথে বিয়ের নাটক সাজিয়ে, লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কনে ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মালঞ্চা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল এমদাদুল হকের কলেজ পড়ুয়া কন্যা শবনম মোস্তারী ২০১৩ সাল থেকে লক্ষীপুর জেলার সৌদি-আরবে কর্মরত হারুনের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই থেকে হারুন-শবনমের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল প্রকার যোগাযোগ র্দীঘ দিন ধরে চলে এবং এক পর্যায়ে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানান কারণ দেখিয়ে শবনম ও তার বাবা-মা প্রায় ২৭ লাখ টাকা কথিত স্বামী হারুনের কাছ থেকে হাতিয়ে নেয়। গত ১৫ ডিসেম্বর হারুন দেশে ফিরে স্ত্রীর দাবী নিয়ে শবনমের বাড়িতে গেলে স্বামী হিসাবে অস্বীকার করলে পাঁচবিবি থানায় অভিযোগ করেন তিনি। প্রাথমিক তদন্তে তা প্রমানিত হলে বাবা-মাসহ শবনমকে থানা পুলিশ গ্রেফতার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, সৌদি প্রবাসী হারুনের অভিযোগের বিষয়টি প্রাথমিক তদন্ত করে জানা যায় ঘটনাটি সঠিক। বিয়ের নাম করে শবনম ও তার পরিবারে লোকজন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কারণে প্রতারণা মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে এ সংবাদ পাবার পর ঢাকার এক নাটক নির্মাতা একই ধরনের অভিযোগ করেছেন ওই প্রতারক শবনবের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...