প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২০ এএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু, রাম চরণসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র। আর রূপের জাদুতেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। শোনা যাচ্ছে, অভিনেতা রানা দাগগুবতির সঙ্গে প্রেম করছেন তিনি।
রানা দাগ্গুবতিও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। বাহুবলি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এতে বল্লালদেবা চরিত্রে দেখা যায় তাকে। তবে রানা দাগ্গুবতির সঙ্গে প্রেমের বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন রাকুল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে রাকুল প্রীত সিং বলেন, ‘আমরা এমনটা অনেকদিন ধরেই শুনছি কিন্তু হাসি ছাড়া আমাদের আর কিছু করার নেই। এটি গুঞ্জন ছাড়া কিছুই নয়। রানা ও আমি খুব ভালো বন্ধু। প্রয়োজনে সব সময় সে আমার পাশে থাকে। আমি পরিবার থেকে দূরে হায়দরাবাদে থাকি।
সেখানে ১৫-২০জনের একটি গ্রুপ রয়েছে। রানা ও আমি সেই গ্রুপের অংশ। তাই একসঙ্গে ঘোরাঘুরি করি এবং আমরা প্রতিবেশী। এই গ্রুপে মাত্র দুই থেকে তিনজন সিঙ্গেল এবং আমরা তাদের মধ্যে রয়েছি।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...