প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ১০:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী এনা সাহা। বলিউড সিনেমায় অভিনয়ের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন টলিউড চলচ্চিত্রেও।

এনার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক কোটি অনুসারী রয়েছে। মাত্র কুড়ি বছর বয়সি একজন অভিনেত্রীর এতটা জনপ্রিয়তা সত্যি অনেককে অবাক করে। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

এনার কাছে জানতে চাওয়া হয়- প্রতিদিন ক‘টা করে প্রেমের প্রস্তাব পান? জবাবে এনা বলেন, ‘আমি পাই না, মা পায়। খুলে বলি, আমার যে মোবাইল নম্বর সবার কাছে দেয়া, সেই মোবাইলটা মায়ের কাছে থাকে। আর আমার নিজের একটা গোপন নম্বর আছে। ফলে বেশিরভাগ প্রেমের প্রস্তাব মায়ের কাছেই আসে। আই লাভ ইউ বলে। বিয়েও করতে চায় কেউ কেউ। আর আমি বাড়ি ফেরার পর মা প্রতিদিন কাঁদে। আমার জন্য মাকে এসব সহ্য করতে হয়।’

অনেকে এনাকে পছন্দ করলেও কারো প্রেমে বিশ্বাস রাখতে নারাজ এই অভিনেত্রী। কারণ একজনকে ভালোবাসলে কখনো সে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই একদম প্রেমে পড়তে চান না এনা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...