প্রকাশিত: ০২/০১/২০২১ ২:৩০ পিএম

 

ভাগ্য ভালো, উপর থেকে পড়ে আহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন গাঁটছড়া বাঁধার স্বপ্নে বিভোর ওই নারী।


উঁচু পাহাড়ের একেবারে প্রান্তচূড়া। তুষারে আচ্ছাদিত চারপাশ। এমন রোমাঞ্চকর পরিবেশে মনের মানুষের প্রেমের প্রস্তাব পেয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারলেন না এক প্রেমিকা।

প্রস্তাবের জবাবে ‘হ্যাঁ’ বলার পরপরই কম্পমান পা পিছলে গেল তার। পড়ে গেলেন ৬৫০ ফুট পাহাড়ের প্রান্তচূড়া থেকে।

ভাগ্য ভালো, উপর থেকে পড়ে আহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন গাঁটছড়া বাঁধার স্বপ্নে বিভোর ওই নারী।

অস্ট্রিয়ার কারিন্থিয়া ফলকার্ট পর্বতে গত ২৭ ডিসেম্বর ঘটে এই ঘটনা। আগের দিনই সেখানে ট্রেকিং করতে এসেছিলেন তারা।

পুরু বরফ স্তরে পড়ায় প্রাণে বেঁচেছেন প্রেমিকা। রাস্তার পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করেন এক পথচারী।

প্রেমিকাকে আটকানোর চেষ্টা করেছিলেন ২৭ বছর বয়সী প্রেমিক। কিন্তু পেরে ওঠেননি। পড়ে যান তিনিও।

প্রায় ৫০ ফুট শূন্যে ভাসার পর হাতের নাগালে পান পাহাড়ের একটি কিনারা। সেখানে আঁকড়ে থাকার পর একটি হেলিকপ্টার এসে উদ্ধার করে তাকে।

স্থানীয় পুলিশ অফিসার বলেন, ‘তারা দুজন খুবই ভাগ্যবান! বরফের কারণে তেমন কিছু হয়নি। তা না হলে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন রকম হতো।’

দুই জনকেই চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষায় প্রেমিকের মেরুদণ্ডে একটি চিড় ধরা পড়েছে। প্রেমিকার সবশেষ অবস্থা জানা যায়নি।

পাঠকের মতামত

ইসলামে বিয়ের ১৫ উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...