বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রাণে বেঁচে গেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ
প্রকাশিত - জানুয়ারী ৩০, ২০১৭ ৫:০৩ পিএম

নিউজ ডেস্ক::

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।
সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ট্যাক্সির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টেক্সির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক।
তিনি আরো জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যচ্ছিলেন।
দুর্ঘটনার পর বদিউজ্জামান সোহাগ যুগান্তরকে টেলিফোনে জানান, আমি আল্লাহর রহমতে অক্ষত আছি। আমাদের সঙ্গে থাকা একটি শিশু সামান্য আহত হয়েছে।
এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকির সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.