প্রকাশিত: ২৬/১১/২০১৭ ১১:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার আমাদের প্রতিবেশি রাষ্ট্র। তাই রোহিঙ্গা সংকট সমাধানে তৃতীয় পক্ষকে না এনে নিজেরা দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে বাংলাদেশ এ সমস্যার সমাধান করতে চায়।

“বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ নীতিতেই এগুচ্ছে বাংলাদেশ। এই সংকটেও প্রতিবেশি দেশের সঙ্গে দরোজা বন্ধ করে থাকা যায় না।”

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ রাষ্ট্রদূতদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এমব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন: প্রতিবেশি মিয়ানমারের সঙ্গে আমাদের কোন সমস্যা ছিল না। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের সময় থেকে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে সমস্যা শুরু হয়েছে। এরপর আর কোন সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেনি। এর ধারাবাহিকতায় রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে।

‘‘মিয়ানমারের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। প্রতিবেশির সঙ্গে সমস্যা সমাধানে আমরা অন্য কোন পক্ষ চাই না, নিজেরা আলোচনা করে এই সমস্যার টেকসই সমাধান চাই”।

দারিদ্র্যই বাংলাদেশের একমাত্র শত্রু হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এর বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে। শুধু আমাদের দারিদ্র্য নয়, প্রতিবেশিদের দারিদ্র্য নির্মূলেও আমরা যথাসম্ভব সহায়তা করতে প্রস্তুত।’

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...