প্রকাশিত: ৩১/০৩/২০১৮ ৯:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ এএম

রোহিঙ্গা
অাশু বড়ুয়া

মানবতার হাতিলে দিয়ি
অারা রোহিঙাদের ঠাই,
নির্যাতনে অাইচ্ছে বলি
বার্মা তোন তারা দাই।

ঠাই দি এরে বারত্তুবরে
কষ্ট পাইদ্দে অারা,
দুনিয়ার সুখ এখন অাবার
গরের দ্দে রোহিঙারা।

তারা অাই চোর ডাকাতি ভারি
গিয়ই ভারি গিয়ই গাড়ি ভাড়া,
হনি মিক্কা শান্তি নাই হারাপ
অই যার গই পাড়া।

পোলা পাইন পল অই গিঅয়ই
গরেদ্দে এনজিওর সরি,
হার বউ হার মায়া হনে হইক্কা
নিজার গই হাতে হাত ধরি।

তারারে অাবার জামায় মতো
অাদর গরর বিদেশি এনজিও,
অনেকে অাবার হইচ্ছা মাইয়া
পোয়া অানি হাবার সমুদ্রের টেউ।

বন জঙল জমি-জামা উজাড়
গরি পরিবেশ গইজ্জা নাশ,
উজান অাবার অারারে এহন
দিতে চার অা-চাইস্সা বাঁশ।

এই ভাবে যদি চলাত থাকে
জাতি অইব শেষ,
ও খোদা রক্ষা করো
সোনার বাংলাদেশ।

পাঠকের মতামত

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...

উখিয়া-টেকনাফের রূপকার, উন্নয়নের নায়ক আমার দেখা শাহাজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি বিপ্লবী ও সাহসী বীরযোদ্ধা কক্সবাজার জেলা বিএনপির মান্যবর সভাপতি, ...