প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৩৮ এএম , আপডেট: ১৪/০৩/২০১৭ ৯:৩৯ এএম

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে শালিসী বৈঠক চলাকালে বিবাদীকে পেঠালেন বাদি। এ সময় বাদি পরিষদের চেয়ারও ভাংচুর করেন। এ ঘটনায় খোদ ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত জনপ্রতিনিধিরা হতভম্ব হয়ে যান। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত জনপ্রতিনিধি ও হামলায় আহত বিবাদী অভিযোগ করেন, বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা গ্রামের মোহাম্মদ হোছাইনের ছেলে মো. ফোরকান ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার বিচারের দিন ধার্য্য করেন চেয়ারম্যান মাওলানা এইচএম বদিউল আলম। দুপুর দুইটার দিকে বিবাদী জয়নাল আবেদীন গ্রাম আদালতে উপস্থিত হন। বিচারকেরাও যথাসময়ে গ্রাম আদালতে উপস্থিত হন। বাদি ফোরকান ৩টার দিকে উপস্থিত হয়ে বিবাদী জয়নাল আবেদীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার নিয়ে পেঠাতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনপ্রতিনিধিরা বাদি মো. ফোরকানকে নিবৃত্ত করেন।

বিবাদী জয়নাল আবেদীন বলেন, ফোরকান তাকে মারধর করে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ইউপি কার্যালয় থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

বারবাকিয়া ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক এইচ এম বদিউল আলম বলেন, সোমবার বিচারের দিন ধার্য্য ছিল। বাদি-বাবাদিও উপস্থিত হন। কিছু বুঝে উঠার আগেই বাদি ফোরকান বিবাদী জয়নাল আবেদিনের উপর হামলা চালায়। পরে বিবাদী জয়নালকে গ্রাম পুলিশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...