শুক্রবার, ৪ জুলাই ২০২৫
পেকুয়ায় অস্ত্রসহ ইউপি সদস্য আটক
প্রকাশিত - অক্টোবর ১০, ২০১৬ ৭:৪৯ এএম
![]()
কক্সবাজার প্রতিনিধি;; কক্সবাজারের পেকুয়া রাজাখালী আরব শাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপি সদস্য নেজাম উদ্দিন প্রকাশ নেজুকে আটক করেছে পুলিশ। তিনি পেকুয়া রাজাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। রবিবার ভোর রাতে পেকুয়া থানার এসআই সুমন কান্তি নাথ গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। ওসময় একটি দেশীয় অস্ত্রসহ মেম্বার নেজাম ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে- কাজির পাড়ার গোলাম রহমানের পুত্র মো: আনিস, মনির আহমদের পুত্র ফজল করিম, মিয়ার পাড়া এলাকার ছোটন আহমদের পুত্র আলী হায়দার ও চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি এলাকার আলমগির চৌধুরীর পুত্র দিদারুল ইসলাম। পেকুয়া থানার ওসি জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.