প্রকাশিত: ২৭/০২/২০১৮ ৮:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৪ এএম
সিরিয়ার ঘৌতা,বিদ্রোহী নিয়ন্ত্রিত,rtvonline,

নিউজ ডেস্ক::

সিরিয়ার ঘৌতায় গত কয়েকদিনের সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছে শতাধিক শিশু। বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌতা এলাকায় রাশিয়ার সহায়তায় হামলা করছে আসাদ বাহিনী।
ঘৌতার বর্তমান অবস্থা এতোটাই ভয়াবহ যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুটারেস ওই এলাকাকে পৃথিবীর জাহান্নাম বলে ঘোষণা দিয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে সিরিয়ায় চার লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে পঞ্চাশ হাজারের বেশি। আর এসময়ের মধ্যে ৬১ লাখ মানুষ গৃহহারা ও ৪৮ লাখ মানুষ বিভিন্ন দেশে উদ্বাস্তু হয়েছে।
এ অবস্থায় সোমবার সিরিয়ায় মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সিরিয়ার পূর্ব ঘৌতায় দিনে ৫ ঘণ্টা মানবিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।
তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা বন্ধ হয়নি এখনো।
এর আগে শনিবার যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে শনিবার সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
যু্দ্ধে সব বয়সের মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক, কিন্তু সিরিয়ায় আক্রমণের নিশানা যেনো নারী ও শিশুর প্রতিই তাক করা হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে সরকারি ও বিদ্রোহী বাহিনীর হামলায় নারী ও শিশুরই মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...