প্রকাশিত: ১০/০২/২০২২ ৯:৫২ এএম

‘বিকিনি-ঘোমটা-জিন্স-হিজাব যেটাই হোক, তিনি কী পরতে চান তার সিদ্ধান্ত নেওয়া নারীর অধিকার। ’ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর এমন মন্তব্যের জবাব দিয়েছেন বিজেপির বিধায়ক রেণুকাচার্য।

সেই সঙ্গে মেয়েদের উত্তেজক পোশাকের জন্যই ভারতজুড়ে ধর্ষণ বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, বিকিনি অথবা ঘোমটা, জিন্স কিংবা হিজাব কে কী পরতে চায় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন মহিলার এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে।
প্রিয়াঙ্কার এই মন্তব্যের কথা উল্লেখ করে রেণুকাচার্য বলেন, এটি একটি অত্যন্ত নিম্নস্তরের চিন্তাভাবনা। প্রকাশ্য স্থানে বিকিনির মতো শব্দ উচ্চারণ করা লজ্জাজনক। স্কুল-কলেজে পড়ার সময় ছাত্রীদের সম্পূর্ণ গা-ঢাকা পোশাক পরা উচিত। পুরুষদের উত্তেজিত করার পিছনে রয়েছে নারীদের খোলামেলা পোশাক। এ ধরনের পোশাকের কারণেই আজ ভারতজুড়ে ধর্ষণ বাড়ছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। কারণ নারীদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।

গত মাসে (জানুয়ারি) ভারতের কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারির পরই রাজ্যজুড়ে হিজাব বিতর্ক শুরু হয়।

নতুন বিধিতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। হিজাবকে বৈষম্য সৃষ্টিকারী বলে উল্লেখ করা হয়। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে।

তবে তার রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই। ৬ শিক্ষার্থী তখন অভিযোগ করেন, হিজাব পরতে চাওয়ায় তাদের ক্লাস করতে দেওয়া হয়নি। এ নিয়মের প্রতিবাদে মুসলমান শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

স্থানীয় কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো এর বিরোধিতা করলেও দলিত হিন্দুদের অনেকে মুসলিম শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...