নগরীতে পাসপোর্ট করতে এসে আটক মো. হামিদ হোসেন (২০) নামের এক রোহিঙ্গা তরুণসহ ৩০ রোহিঙ্গাকে গতকাল রবিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সুপ্রভাতকে এ তথ্য জানান।
পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুণ আটকের ব্যাপারে ডবলমুরিং থানা ওসি এ.কে.এম মহিউদ্দিন সেলিম সুপ্রভাতকে বলেন, শনিবার দুপুরে সন্দেহজনক ঘোরাঘুরি অবস’ায় মো. হামিদ হোসেন নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। পরে সেই তরুণ পাসপোর্ট তৈরি করতে নগরীতে এসেছে বলে স্বীকার করে। তাকে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির মাধ্যমে কক্সবাজারে ফেরত পাঠিয়েছি।
অন্যদিকে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে থেকে দুই থানায় আটক চারজনসহ ৩০ রোহিঙ্গাকে হানিফ পরিববহনের একটি বাসযোগে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে নগরীতে আটক চারজন হলো- মো. ইউহান (১৮), আবদুস শুক্কুর (১৮), সাবের (১৮) ও মো. হামিদ হোসেন (২০)। এদের মধ্যে ইউহান, শুক্কুর ও সাবেরকে পাহাড়তলী থানা ও হামিদকে ডবলমুড়িং থানা আটক করে। বাকী ২৬ জন রোগী ও রোগীর স্বজন।’