প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন। শুক্রবার পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণার কিছু পরেই তিনি এই পদত্যাগ করেন।

একই সাথে বিপুল অঙ্কের বেনামি সম্পত্তি রাখার অভিযোগে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিল জবাবদিহি আদালত। একই আদেশে আদালত অর্থমন্ত্রী ইসহাক ধরকেও অযোগ্য ঘোষণা করেছে। পাকিস্তানের জিও টিভি প্রকাশিত খবরে একথা বলা হয়েছে।

পানামা পেপাস মামলার ৫ টি রায়ের সবগুলোই পাকিস্তানের এই প্রধানমন্ত্রী, তার কন্যা মারিয়াম, পুত্র হোসাইন এবং হাসানের বিরুদ্ধে গিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...