উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১১/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মীর মোশাররফ হোসেন জিসান (২৮), তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুমজুম এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ উখিয়ার সীমান্তের রেজুখাল চেকপোস্টে টেকনাফগামী একটি চান্দের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির চালকের সিটের নিচে অভিনব কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।

মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া গাড়িতে থাকা একটি REDMI NOTE 12 5G স্মার্টফোনও জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক মীর মোশাররফ হোসেনকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...