
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা মাছের বেশিরভাগ চালানেই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেড, ক্রোমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে। তাই পরীক্ষা ছাড়া এই মাছ চট্টগ্রাম বন্দর থেকে খালাস না করতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্মসচিব মাহবুব কবীর স্বাক্ষরিত ওই চিঠি চট্টগ্রাম কাস্টমস হাউজের সব পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আমদানিকৃত সব ধরনের মাছে অতিমাত্রায় হেভি মেটাল, বিশেষ করে সীসা বা লেড, ক্রোমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
চট্টগ্রাম বন্দর দিয়ে ইলিশের মতো দেখতে কলম্বো স্বাদ এবং গিজারড স্বাদ নামের এসব মাছ দেশে আমদানি করছেন ব্যবসায়ীরা। পরে আরও পণ্য পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া গেলে তার জন্যও চিঠি দেয়া হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...
পাঠকের মতামত