
ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘কোনো গ্রিক দেবী ন্যায়ের প্রতীক হতে পারে না। ন্যায়ের প্রতীক হচ্ছে পবিত্র আল কোরআন। আশা করি সরকার জনগণের ভাষা বুঝতে পেরেছে।’
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নবীনগর দাওয়াতুল হক পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
বাবুনগরী বলেন, ‘আমি আশা করব, অবিলম্বে মাননীয় সরকার, ৯০ ভাগ মুসলমানের দেশে এই গ্রিক দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে সরাতে হবে, হবে হবে ইনশাল্লাহ। আর যদি এই গ্রিক দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে সরানো না হয়, ১৬ কোটি তৌহিদী জনতাকে নিয়ে আরেকবার শাপলা চত্বরের সূচনা হবে ইনশাল্লাহ।’
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধ লাখ লোকের সমাগম ঘটে।
অনুষ্ঠানে মাওলানা শরীফ উদ্দিন আফতাবীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমানসহ শীর্ষ আলেমরা।
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেয় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে এই স্মারকলিপি গ্রহণ করা হয়।
পাঠকের মতামত