ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ৬:৪১ পিএম

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এ খবরকে ভিত্তিহীন দাবি করে এনসিপি নেতারা বলছেন, তারা কোনো বৈঠকে অংশ নিতে যাননি, তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেছেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।

একই সুরে কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীও। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি।’

তিনি আরও বলেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতে আসছি। এ রকম হলে তো আমরা ঢাকাই-ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো। এটা টোটালি একটা গুজব-মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই নেই। এটা মিডিয়া প্রোপাগান্ডা।’

এদিকে আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারের আমন্ত্রণে আজ সারা দেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আসছেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে। অথচ আজই কক্সবাজার গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এতেই কৌতূহল তৈরি হয়েছে জনমনে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে পোস্ট করছেন অনেকে। কেউ কেউ তাদের সমালোচনাও করছেন।
‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ গুজব, কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপি নেতারা

এ প্রসঙ্গে পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। যাদেরকে বলা হয়েছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

এর আগে, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গেছেন। কক্সবাজারের একটি হোটেলে তারা বৈঠক করবেন

পাঠকের মতামত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...