প্রকাশিত: ০৫/০৫/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৬ এএম

নিউজ টাইমস্৭১ ::
রোহিঙ্গাদের জন্য নির্ধারিত এলাকায় তারা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইং।
দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান তিনি।
রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করে মিন অং হলাইং বলেছেন, বাঙালিরা কখনোই বলবে না যে সেখানে তারা খুশিমনে গেছে। তাদের অনেক কষ্ট হয়েছে বা তাদের ওপর নির্যাতন করা হয়েছে- এমন কথা বলে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করবে।
শনিবার মিয়ানমারের সেনাপ্রধানের ফেসবুক পেজ থেকে এসব কথা জানা গেছে উল্লেখ করে এএফপি জানিয়েছে, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা মিন অং হলাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এসময় মিয়ানমার থেকে পালিয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
গত বছরই বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা পুনর্বাসনে রাজি হয়। তবে নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরতে রাজি হচ্ছে না রোহিঙ্গারা।
এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের যে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে এক লাখের মতো মানুষের জায়গা হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...