প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:৩২ এএম

শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার::

কক্সবজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে বসত বাড়িতে অকটেন নিক্ষেপ করে আগুন দিয়েছে ভারসাম্যহীন এক ব্যক্তি। এ ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে মারা গেছে বড় ভাই, এসময় মা-ভাবি ভাইপোসহ আহত হয়েছে ৩ জন। আহতদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই আবদুর রশিদ প্রকাশ ভুলু নামের ভারষাম্যহীন এক ব্যক্তিকে পুলিশে সোপদ্দ করেছে স্বজনরা । সংঘটিত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২২ ফেব্রুয়রী রাত ১১ টার দিকে পুর্ব গোমাতলী এলাকায় ঘটে এ ঘটনা ।

নিহত ব্যক্তি জসিম উদ্দিন(৪০) পুর্ব গোমাতলী এলাকার মৃত হাজ্বী আবুল ফজলের পুত্র। এবং আহতরা হল জসিম উদ্দিনের মা নুর আয়েশা(৬৫) ও তার স্ত্রী আশেকুন নাহার, ২ বছরের শিশু রিদুয়ান। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পারিবারিক কলহের জের ধরে আবদুর রশিদ নিজ বসত ঘরে অকটেন নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় বসত ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদদ্ধ সবাই গুরুতর আহত হয়ে পড়ে। তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে এনে আহতদের মালুমঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে জসিম উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় বার্ন ইউনিটে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। সুত্রে জানা যায়, আটক আবদুর রশিদ ভুলু দীর্ঘদিন ধরে মানষিক ভারষাম্যহীন রোগে ভুগছিলেন। যার কারনে ২ বছর পুর্বে নিজের ভিসা নষ্ট করে স্বদেশে পেরত আসে। স্থানীয় এমইউপি কলিমুল্লাহ জানান ঘটনার সত্যতা স্বীকার করেন । এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি আটককৃত আবদুর রশিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানায়।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...