প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৭:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৭ এএম

টেকনাফ প্রতিনিধি : টেকনাফের নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) যৌথ টহল দিয়েছে।

শুক্রবার (২২ জুন) সকাল পৌনে ১০টা হতে ১১টা পর্যন্ত নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী।

টেকনাফ-২ বিজিবি-২ এর অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাহ পরীর দ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের এবং প্রতিপক্ষ মিয়ানমারের নম্বর ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনে ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লে. নে নে অংয়ের নেতৃত্বে ১১ সদস্যের টহল দল দুটি করে স্পিড বোটে করে নাফ নদীতে যৌথ টহল পরিচালনা করে।

এসময় উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা কুশলাদি বিনিময় করেন। তারা যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করেন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...