
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
অবশেষে গ্রেপ্তার হল নাইক্ষ্যংছড়ির সেই বিতর্কিত প্রধান শিক্ষক নুরুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার বিকালে তাকে রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বটতলি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত মোজাাফফর আহম্মদের ছেলে। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
গত ইউপি নির্বাচনে গর্জনীয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও তার সমর্থিত লোকজনের উপর হামলা এবং জিআর ১৭৫/১৬নং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনজুর এলাহীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গর্জনীয়া ইউনিয়নের বটতলি থেকে তাকে আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ পরিদর্শক আবুল মনসুর জানান, তাকে একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ড ইস্যু আছে।
প্রসঙ্গত, বিতর্কিত প্রধান শিক্ষক নুরুল ইসলাম হত্যা, নারী-শিশু সহ অন্তত ৭টি মামলা/অভিযোগ পত্রের আসামী। তার সর্বশেষ কর্মস্থল ভাল্লুকখাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সহকর্মী নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও সহকারী শিক্ষকের উপর হামলার ঘটনায় চলতি সপ্তাহে তাকে শাস্তি মূলক ভাবে জারুলিয়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ইতিপূর্বে একটি মামলায় তিনি সাময়িক বরখাস্তও হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানাবিধ অনিয়ম, দূর্ণীতি, হামলা এবং শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় ভাল্লুকখাইয়া এলাকার শত শত নাগরিক তার শাস্তি দাবী করে আসছিল।
পাঠকের মতামত