প্রকাশিত: ০৫/১১/২০১৭ ১০:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৩ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাছ থেকে পড়ে নুরুদ্দীন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া এলাকার বাসিন্দা মৃত আমির হামজার পুত্র। রবিবার (৫ নভেম্বার) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মৃত্যুর কথা নিশ্চিত করলেন স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় তুফান আলী পাড়া জামে মসজিদের একটি গাছে উঠে শুকনা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পা পিচ্ছিল হয়ে গাছ থেকে বিশ ফুট নিছে পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন নুরুদ্দীন।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...