উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০১/২০২৫ ২:৩৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দু’টি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ (৩২) নামে দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর ফলে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখমণ্ডল জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আহত আলি হোসেন হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে এবং মুখমণ্ডলে আঘাত পাওয়া আরিফ উল্লাহ হচ্ছেন লেমুতলী নামক এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে একটি এবং ১০টার দিকে একটি স্থলমাইন বিস্ফোরণের খবর শুনেছি। সকাল ৬টার দিকে যে মাইন বিস্ফোরণ হয়েছে, তাতে একজন আহত হন। তবে সকাল ১০টার দিকে মাইন বিস্ফোরণে কেউ আহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আজ সকাল ৬টার দিকে একটি এবং ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দু’জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...