বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে ওপারের আরাকান আর্মির ছোঁড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। গুলিটি এসে একটি বাসার দেওয়ালে বিদ্ধ হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তায় সেখানে বিজিবির টহল বাড়ানো হয়। ওই এলাকার ইউপি সদস্য ফরিদ আলম ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালে চাকঢালা সীমান্তের ৪৩ নম্বর পিলারের ওপারে পুরান মইজ্জার ক্যাম্প হতে সে দেশের বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি সীমান্তের চেরার মাঠ এলাকার সৈয়দ আলমের বসতঘরের দেওয়ালে আঘাত করে। এ সময় ওই এলাকায় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুরান মইজ্জার ক্যাম্পটি সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে আরাকান আর্মি দখল করে নেয়। সীমান্তের ওপারে বেশ কিছুদিন থেকে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয় লোকজনদের সীমান্ত এলাকার কাছে যেতে বাধা দিচ্ছে বিজিবি।