উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শনিবার বিকেল পাঁচটায় জমে ওঠে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে উচ্চ বিদ্যালয়ের সামনে ভিড় করেন দলীয় নেতা-কর্মী ও আগ্রহী মানুষজন।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী সেলিনা সোলতানা নিশিতা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঞ্চে দাঁড়িয়ে শাহজাহান চৌধুরী সরাসরি কর্মীদের উদ্দেশে বলেন, গ্রামেগ্রামে গিয়ে প্রতিটি মানুষকে বুঝিয়ে বলুন—ধানের শীষে ভোট দিলে তবেই বদল আসবে। অন্য কারও হাতে আপনাদের জন্য কিছু নেই। আমরা সব সম্প্রদায়কে সম্মান করি, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তার কথার সঙ্গে হাত তুলে সমর্থন জানান উপস্থিতরা। সেই মুহূর্তে তিনি বলেন, আপনাদের এই হাত তোলা আল্লাহ দেখেছেন, ইনশাআল্লাহ সামনে ধানের শীষের বিজয় আসবে। সবার কাছে দোয়া চেয়ে তিনি নিজের অতীত রাজনৈতিক জীবনের প্রশ্নও জনতার সামনে খুলে দেন—“আমি কী প্রতারণা করি, নাকি ভালো মানুষ—তা আপনারাই জানেন। আপনাদের ভালোবাসায় টানা চারবারের সাংসদ হতে পেরেছি। এবারও আপনাদের প্রত্যেকের কাছে ধানের শীষে ভোট চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, তার ও বিএনপির বিরুদ্ধে ১ লাখ ৩০ হাজার ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষের মন গুলিয়ে দিতে এসব সাজানো বিভ্রান্তি; এসব বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষায়—মিথ্যার যুগ শেষ হোক, ফেইক আইডির প্রতারণা থামুক।
উপজেলা পর্যায়ের এই কর্মসূচি সামনের নির্বাচনের মাঠে বিএনপির সংগঠিত উপস্থিতি ও নেতাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। কর্মীদের উচ্ছ্বাস, নেতাদের দৃঢ় ভাষণ এবং মাঠজুড়ে ঢেউ তোলা লাগালে লাগা স্লোগান—সব মিলিয়ে উখিয়ায় দিনটি বিএনপির শক্তি প্রদর্শনের এক উল্লেখযোগ্য সমাবেশে পরিণত হয়।