প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৯:৪১ পিএম

নিউজ ডেস্ক::

জঙ্গিবাদ ধর্মীয় কারণে হচ্ছে না, এটা স্পষ্ট বলে মন্তব্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের। আজ রোববার দুপুরে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অভিযানে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে আইজিপি শহীদুল হক বলেন, ‘ধর্মীয় কারণে জঙ্গিবাদ হচ্ছে না, তা আজ স্পষ্ট। বাংলাদেশ সফরে আসা পবিত্র কাবা শরিফের খতিব শায়েখ ড. মোহাম্মাদ বিন নায়েব আল খোয়াজ্জিম ও মসজিদে নববির খতিব ড. আবদুল মহসিন বিন মোহাম্মাদ আল কাশেম বাংলাদেশ সফরে এসে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো আলেমের সম্মেলনে দ্ব্যর্থহীনভাবেই এ ঘোষণা দিয়েছেন যে ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’

‘বাংলাদেশের সামগ্রিক শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী পরিবেশ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশের ভূমিকার বিশেষ প্রশংসাও করেছেন তাঁরা।

আইজিপি বলেন, দেশি-বিদেশি প্রখ্যাত আলেম-ওলামাদের সুস্পষ্ট অবস্থানে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদবিরোধী অভিযান চলমান আছে এবং থাকবে।

অনুষ্ঠানে সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁদের চার লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় আহত আরো সাত পুলিশ সদস্যকে অনুদান দেওয়া হয়।

গত ২৫ মার্চ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে সিলেটের আদালত পুলিশ পরিদর্শক মো. আবু কয়ছর ও জালালাবাদ থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

পাঠকের মতামত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ

রাজধানী‌র ধোলাইখা‌লে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এ‌নে‌ছে ফায়ার সা‌র্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের ...

‘বাংলাদেশ-মিয়ানমার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ...