ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১০/২০২৫ ১১:৪৩ এএম

বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর আদর্শ ও নীতিতেই বিএনপি গঠিত হয়েছে, যা এখনও মানুষের হৃদয়ে অম্লান।’

তিনি শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন ঘোষণা এবং সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

খালেদা জিয়ার শাসনামলে নারীর শিক্ষায় অগ্রগতির কথা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, ‘মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ বিএনপি সরকারই দিয়েছে।’

আসন্ন নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইসমাইল। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পাঠকের মতামত

অভিযান চলছে, দালাল অধরা—টেকনাফের উপকূলে থামছে না মানবপাচার

প্রশাসনিক কড়াকড়ির মাঝেও টেকনাফ সীমান্তের কচ্ছপিয়া উপকুল দিয়ে মানবপাচার অব্যাহত রেখেছে পাচারকারী চক্রে। মানবপাচারকারীদের জিম্মিদশা ...

উখিয়ার পালং ইনস্টিটিউটে অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা অনিশ্চিত

কক্সবাজারের উখিয়ায় পালং ইনস্টিটিউট অফ মেডিক্যাল টেকনোলজি এন্ড ম্যাটস নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদন না নিয়ে ...

রোহিঙ্গাদের সহায়তায় ৫০ লাখ ডলার অনুদান দিল দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) ...