মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ঢাকা, রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভূমিকম্পে জামালপুর প্রচণ্ডভাবে কেঁপে উঠে। সেখানকার মেলান্দহ থানার গৃহবধূ হেলালী বেগম জাগো নিউজকে ফোন করে বলেন, এমন ভূমিকম্প খুব কম দেখেছি। ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কাঁপনের চোটে হোঁচট খেয়ে পড়ে যাই।