প্রকাশিত: ২৬/০২/২০২০ ৯:০৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ৭ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন সকাল সাড়ে ১১ টায় তিনি উখিয়ার কুতুপালং এক্সটেনশন-৪ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে শরনার্থীদের জন্য মানবিক সাহায্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। উখিয়া থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি কক্সবাজার এসে পৌনে ৪ টার বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি ...

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...