
উখিয়া নিউজ ডটকম;;
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদে টিয়ার ফান্ডের অর্থায়নে কোস্ট ট্রাস্ট পরিচালিত স্থানীয় জনসাধারণের মাঝে শীতকালীন বস্ত্র ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জমান চৌধুরী রবিন আনুষ্ঠানিক ভাবে এসব বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি বলেন বর্তমান সরকার দারিদ্র বিমোচন ও দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতায় দেশের প্রত্যান্ত অঞ্চলের মত উখিয়ায়ও এসব বস্ত্র বিতরণ কর্মসুচী।বস্ত্র বিতরণ কালে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ ইউপি সদস্য -সদস্যা এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ গণ উপস্থিত ছিলেন। এতে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়।
পাঠকের মতামত