প্রকাশিত: ১৯/১২/২০১৭ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৪ এএম

রাজশাহীর বাঘায় দুই শিশুর উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের চার’শ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো বাঘা উপজেলার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাব রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭)।

সিহাব  ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আর  একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র টিটোন ইসলাম। তারা লেখাপড়ার পাশাপাশি মাঠে কাজও করে।

তারা জানায়, সকালে জমিতে কাজ করে তারা বাড়ি ফিরছিল। এসময় রেললাইন ভাঙ্গা দেখে ট্রেনটি আসার সময় গলায় থাকা মাফলার তারা উঁচু করে ধরে। প্রথমে ট্রেনচালক বিষয়টি গুরুত্ব না দিলেও  লাল রং (বিপদ সংকেত) দেখে ট্রেনটি থামানো হয়।

ওই ট্রেনের চালক কেএম মহিউদ্দিন নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। দুই শিশু মাফলার দিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দিলেও প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি।। কিন্তু ট্রেনটি অনেক কাছে চলে যাওয়ার পরও ওই দুই শিশু রেললাইন থেকে সরছে না দেখে ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনের পরিচালক আরশেদ আলী জানান, হঠাৎ ট্রেন থামিয়ে দেয়ার কারণে প্রথমে চালকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। পরে রেল লাইন ভাঙা দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানানো হয়। কর্তৃপক্ষ ঈশ্বরর্দী থেকে মিস্ত্রি নিয়ে এসে রেল লাইন মেরামত করিয়ে দেন।

আড়ানী স্টেশন মাস্টার নয়ন আহম্মেদ জানান, বিষয়টি জানার পর পশ্চিমাঞ্চলের রেলওয়ের কর্তকর্তাদের জানানো হলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেললাইন মেরামাতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...