সব বাণিজ্য সম্পর্ক থেকে ইসরায়েলকে ছুড়ে ফেলার আহ্বান
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান ...
নয়াদিল্লী: দুই দিনের সফরে ভারতে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
রবিবার তার নয়াদিল্লী পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রুচি ঘনশ্যাম জানান, সফরে এরদোগান পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি প্রতিনিধিদল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।
সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ কমকর্তা ও ইন্ডিয়া-তুরস্ক ব্যবসায়ী ফোরামের একটি বৈঠকে অংশ নিতে ১৫০ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে বলে জানানো হয়।
সূত্র: সিনহুয়া
–
পাঠকের মতামত