প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৬ এএম

স্পোর্টস ডেস্ক::
গত রবিবার বাংলাদেশ ঘরোয়া লিগের নারী ক্রিকেটার নাজনীন খান মুক্তাকে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।এবার এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মুক্তা গ্রীনলাইন পরিবহনের এসি বাসে করে কক্সবাজার থেকে ঢাকা ফেরার সময় চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় ভোরে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগ চেক করে ১৪ হাজার ইয়াবাসহ মুক্তাকে আটক করা হয়। উদ্ধা হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

মুক্তা ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। ঢাকাতে সেগুনবাগিচায় থাকছিলেন। মুক্তা ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...