প্রকাশিত: ১৮/০৪/২০২০ ১:১০ পিএম

দিল্লি পুলিশকে দেয়া এক চিঠিতে তাবলিগ জামাতের ভারতীয় প্রধান মাওলানা সাদ কান্ধলভী বলেছেন, মারকাজ নিজামুদ্দিন মসজিদে জমায়েতের ঘটনায় তার বিরুদ্ধে যে তদন্ত চলছে, তাতে তিনি অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে সহযোগিতায় প্রস্তুত বলেও জানান এই আলেম।- খবর এনডিটিভির

মাওলানা সাদ চিঠিতে পুলিশকে বলেন, আপনাদের স্বনামধন্য কর্মকর্তাদের পাঠানো দুটি নোটিসের জবাব আমি দিয়েছি।

পুলিশের অপরাধ শাখাকে তিনি জানান, আপনাদের যে কোনো তদন্তে সহযোগিতায় আমি প্রস্তুত। অসযোগিতার কোনো ইচ্ছা নেই। আমি বারবার সেই কথা বলছি।

বৃহস্পতিবার মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

গত মাসের মাঝামাঝিতে ওই জমায়েত অনুষ্ঠানের বিষয়টি প্রকাশিত হলে তাতে অংশ নেওয়া ইন্দোনেশিয়া, মালয়শিয়া ও বাংলাদেশসহ বিশ্বের কয়েকহাজার অনুসারীকে কোয়ারেন্টিনে নিয়ে বিশ্ব তাবলিগ জামাতের সদর দফতরটি বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, সাদ কান্ধলভির বিরুদ্ধে প্রথমে জমায়েতের উপর দেয়া নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। তবে এখন তার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগও যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, তাবলিগ প্রধানের বিরুদ্ধে দিল্লি পুলিশ একটি এজাহার দায়ের করেছিল।এখন তাতে দণ্ডবিধির ৩০৪ ধারা যুক্ত করা হয়েছে।

এই ধারা অনুযায়ী, মৃত্যুর কারণ হতে পারে বা এমন শারীরিক ক্ষতি যা মৃত্যুর কারণ ঘটাতে পারে, কেউ এমন কোনো কাজ সংঘটিত করলে হত্যা বা ক্ষতির উদ্দেশ্য না থাকলেও দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

মাওলানা সাদের আইনজীবী বলেন, আইসোলেশনের সময় শেষ হলেই তিনি তদন্তে যোগ দেবেন।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...