
ডেস্ক রিপোর্ট ::
বিশেষ অভিযান পরিচালনা নিয়ে বৈঠক চলাকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এএসআই মো. সাহাবুদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনার এক পর্যায়ে বৈঠকে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাদের শান্ত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে যান। তবে পুলিশের পক্ষ থেকে হাতাহাতির বিষয়টি অস্বীকার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, বড় কিছু বা নিউজ করার মতো কিছু হয়নি।
সূত্র মতে, পুলিশ সুপারের নির্দেশে এএসআই সাহাবুদ্দিনকে বদলি করা হয়। বিষয়টি নিয়ে ওসি জাকের হোসাইন মাহমুদের সঙ্গে এএসআই মো. সাহাবুদ্দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, পুলিশ সুপার স্যারের অফিস থেকে মো. সাহাবুদ্দিনকে বদলি করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার কাছে কান্নাকাটি করে তো কোনও লাভ নেই, বদলি তো আমি করিনি।
হাতাহাতির বিষয়ে তিনি বলেন, তেমন কিছু তো হয়নি। সামান্য কথা কাটাকাটি হয়েছে।
উল্লেখ্য, কনস্টবল থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পাওয়া মো. সাহাবুদ্দিন প্রায় পাঁচ মাস আগে ফটিকছড়ি থানায় যোগদান করেন।
পাঠকের মতামত