ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/১১/২০২৩ ৬:৪৯ পিএম

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালুকিয়া আবছার বাপের পাড়া গ্রামের বাসিন্দা আবদুস সালাম (৪২)। প্রায় ৯ মাস থেকে সৌদিআরব অবস্থান করছেন। তিনি প্রবাসে থেকেও বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হরতালে নাশকতা মামলার আসামি হলেন।

গত ৩১ অক্টোবর উখিয়া থানায় দায়েরকৃত এজাহারে দেখা গেছে, আবদুস সালাম ৩৩ নং আসামি। তিনি ভালুকিয়া আবছার বাপের পাড়া গ্রামের হাজী দিল আহম্মদের ছেলে এবং রত্নাপালং ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

একই মামলায় ১৭ ও ২০ নম্বর আসামি একজন, জামাল উদ্দিন মাহমুদ। তিনি হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।

গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার অভিযোগে মামলাটি করেছেন পুলিশ উপপরিদর্শক (এস আই) মোঃ আব্দুল ওয়াহেদ। এ মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি এসআই মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, এগুলো রাজনৈতিক মামলা তো, হতাশ হওয়ার কিছুই নাই। অসুবিধা হবে না। তদন্ত কর্মকর্তা দেখেশুনে প্রতিবেদন দিবেন।

মামলার প্রসঙ্গে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, হরতালের দিন উখিয়ার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। এরপরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা খুবই দুঃখজনক।

তিনি বলেন, স্থানীয় সরকারি দলের নেতারা অতিরিক্ত প্রশাসনিক শক্তি ব্যবহার ও গায়েবী মামলা দায়ের করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে। এই ধরণের মিথ্যা মামলা কারো জন্য শোভনীয় নয়। এসব কারণে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে মনে করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি।

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ ...