প্রকাশিত: ০৭/০১/২০২২ ৯:২৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ২ দিনের সফরে শুক্রবার ৭ জানুয়ারি কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান শুক্রবার বিকেল ৪ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীকে তিনি অভ্যর্থনা জানাবেন। একইদিন সকাল ১০ টায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তিনি তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন, বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষ রোপন করবেন। সকাল ১০ ৪৫ মিনিটে AFAD এর শেল্টার পরিদর্শন, সকাল ১১ টায় AFAD, TDV, KIZILAY এর প্রকল্প সমুহ পরিদর্শন করবেন। একইদিন বেলা আড়াইটায় কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীকে বিদায় জানাবেন। এরপর ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুঃ মুশফিকুর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...